• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪২:১৯ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪২:১৯ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফতুল্লার নাসিম উসমান মসজিদ নিয়ে ডিসির ‘বিতর্কিত’ ভূমিকায় এলাকায় ক্ষোভ

২৩ অক্টোবর ২০২৪ দুপুর ০২:৪৪:২৪

ফতুল্লার নাসিম উসমান মসজিদ নিয়ে ডিসির ‘বিতর্কিত’ ভূমিকায় এলাকায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশ উপেক্ষা করে নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম চাঁনমারী এলাকার পতিত সরকারি জমিতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের এ ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয়দের ভাষ্য, এই এলাকার জেলা প্রশাসকের নিজস্ব ২টি মসজিদসহ মোট ছয়টি মসজিদ রয়েছে। এতো মসজিদ থাকার পর সরকার যেখানে এই মসজিদটি ভাঙার নির্দেশ দিয়েছে, সেখানে এমন নির্দেশের তোয়াক্কা না করে জেলা প্রশাসক সেখানে পুনরায় নামাজ আদায়ের কোনো অনুমতি দিলেন; বিষয়টা রহস্যজনক।

এখানেই শেষ নয়, ভুক্তভোগীদের অভিযোগ, এ বিষয়ে তারা জেলা প্রশাসকের সাথে দেখা করতে গেলে তিনি নাসিম ওসমানের পক্ষ নিয়ে ভুক্তভোগীদের ধমক দিয়ে বলেন, ‘এতো জেনেসাইড’ জেনোসাইড করেন কেন? ভিন্ন মতাবলম্বী কি থাকবে না নাকি? তার এমন মন্তব্যে পর এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এ নিয়ে ইতোমধ্যে জন প্রশাসন মন্ত্রণালয় লিখিত অভিযোগ করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে নাহিদ ইসলাম নামক ব্যক্তির করা অভিযোগে বলা হয়, ‘আমাদের এলাকাটি চাঁনমারী ট্যাক্সি স্ট্যান্ডের পার্শ্বে অবস্থিত। এখানে চাঁনমারী ট্যাক্সি স্ট্যান্ডে পূর্বেই মহাসড়কের জায়গা দখল করে জোরপূর্বক নির্মিত ‘নাসিম উসমান মসজিদটিকে বর্তমান সরকার ভেঙ্গে ফেলার নির্দেশ দিলে ফকির গার্মেন্টস সড়কের শুরুতে খতিয়ান ১৪৫, সি,এস, এস,এ-৭২, আর,এস-১৩৬ নং দাগের ৩৩ শতাংশ খাস ভূমিতে আমাদের নারায়ণগঞ্জ জেলার বর্তমান জেলা প্রশাসক জুলাই আগস্ট-জেনোসাইডে সরাসরি অংশগ্রহণকারী নাসিম উসমানের দলীয় লোকজনের সাথে বৈঠক করে এবং প্রকাশ্যে নিরীহ লোকজনকে ‘এতো জেনেসাইড’ জেনোসাইড করেন কেন? ভিন্ন মতাবলম্বী কি থাকবে না নাকি? এ ধরনের মন্তব্য করার পর হইতে এলাকার মধ্যে বিশাল বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এলাকার ৩/৪টি গ্রুপ তৈরি হয়ে মারমুখি অবস্থানে সকাল বিকাল মিছিল স্লোগানসহ বর্তমান জেলা প্রশাসকের বিগত সরকার দলীয় লোকজনের প্রতি অতিরিক্ত আনুগত্য জনমনে অশান্তির সৃষ্টি করেছে’।

উল্লেখ্য, এই এলাকার জেলা প্রশাসকের নিজস্ব ২টি মসজিদসহ মোট ছয়টি মসজিদ রয়েছে। চানমাড়ী ট্যাক্সি স্ট্যান্ডেই নাসিম উসমান মসজিদ লাগোয়া একটি মডেল মসজিদ নির্মিত হতে যাচ্ছে। শুধুমাত্র বিগত সরকারের লোকজনের প্রভাব বিস্তারের জন্য নাম পরিবর্তন পূর্বক নতুন নামে মসজিদ নির্মাণ করে। ফকির গার্মেন্টস সড়কটি রাজউক প্লানে ৬ মিটার ১৮ ফুট প্রস্থে থাকলেও বিগত সরকার দলীয় লোকজন অবৈধভাবে জায়গা দখল করে দোকান নির্মাণের কারণে প্রস্থে দশ ফুট অবশিষ্ট রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘জায়গাটি মানুষের বাসা বাড়ির মাঝখানে উঠানের মত, যেখানে অগণিত মহিলা ও শিশু যাতায়াত করে, যা পুরুষদের জন্য মসজিদ হওয়ার উপযুক্ত নয়। বিগত সরকারের দলীয় লোক রহমত উল্লাহ্ বোখারী ও সেলিম উসমানের একান্ত বন্ধু মনিরের নেতৃত্বে তাদের লোকজনকে টুপি পাঞ্জাবী পরিয়ে এলাকার লোকজন বানিয়ে সংকীর্ণ প্লেসে ওই (নাসিম উসমান) মসজিদের পুনঃস্থাপন চেয়ে সকাল-বিকাল স্লোগান, মিটিং ও মিছিল করে। এলাকার ওই মসজিদ নির্মাণে বাধাদানকারী নিরীহ লোকজনকে অকথ্য ভাষায় গালি-গালাজ নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছে, যার ভিডিও ফুটেজ বিদ্যমান আছে। একজন জেলা প্রশাসক বরাদ্দ ব্যতীত কীভাবে একজন লিজ গ্রহীতা বিদ্যমান থাকা অবস্থায় আগামী শুক্রবার নিজে উপস্থিত থেকে ওই জায়গায় জুম্মার নামাজ আদায় করে ভিত্তি প্রস্তর স্থাপনের মৌখিক নির্দেশ দিতে পারে, যা কখনই আইনসংগত নয়। এই ফকির গার্মেন্টস সড়কে গার্মেন্টসসহ বিভিন্ন ফ্যাক্টরি চলমান আছে। যেখানে এমনিতেই সংকীর্ণ রাস্তার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। তার উপর রাস্তাটি মসজিদ নির্মাণের কারণে আরও সংকীর্ণ হয়ে গেলে ফ্যাক্টরির উৎপাদনসহ মহিলা শিশুদের চলাচলের অনুপযুক্ত হয়ে যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালবাসার ঘ্রাণ’
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৪০:৪৯





নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭