বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরের বীরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর শহীদ বেদি ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া করা হয়। পরে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্যারেড ও ডিসপ্লেতে অংশগ্রহণ করেন থানা পুলিশ, আনসার ভিডিপি, সদস্যরা ও বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ হোসেন, বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান, বীরগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়েম মিয়া।
এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগীতা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available