• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৪:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৪:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

দুবাই বইমেলায় দর্শনার্থীদের ভিড়

১৭ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:৩০:১৬

দুবাই বইমেলায় দর্শনার্থীদের ভিড়

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত বিজয় উৎসব ও বইমেলার দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর শনিবার দর্শনার্থীর ভিড় লক্ষ করা গেছে। এ দিন আমিরাতে সাপ্তাহিক ছুটি হওয়ায় ও বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে জমে উঠে মেলা।

স্টল-প্যাভিলিয়নগুলোতেও ছিল ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। বিকাল থেকে শুরু হয় বইপ্রেমীদের আনাগোনা। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টে পাল্টে দেখে-কিনে সুন্দর সময় পার করেছেন তারা। রাত ১০টা পর্যন্ত চলা মেলায় প্রবাসীদের আগমন ছিল লক্ষণীয়।

প্রবাসী জাকিয়া জাহান বলেন, দূর প্রবাসে বাংলা বইয়ের মেলা হচ্ছে, বিষয়টা ভাবতেই ভালো লাগে। তাই, বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশ ঘটাতে দেশীয় অনুষ্ঠানের পাশাপাশি বইমেলার আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।

প্রবাসী কাজী ইসমাইল বলেন, প্রবাসে বই মেলা আমাদের শেকড়ে নিয়ে যায়৷ বিদেশে বাংলাদেশের ঐতিহ্য এভাবে তুলে ধরার প্রয়াস সত্যি প্রশংসার দাবি রাখে।

কনস্যুলেট প্রাঙ্গণে বই মেলার স্টলগুলোতে ঘুরে দেখা গেছে, ছুটির দিন প্রাণের মেলায় প্রত্যেকেই বই কেনার চেয়ে ঘুরে ঘুরে বই দেখার প্রতিই মনোযোগী বেশি। কনস্যুলেট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে ৫২ শতাংশ মূল্য ছাড় ছিল।

দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন ছিল দেশ ও প্রবাসের কবিদের মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি। এছাড়াও ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে ১৫ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টায় প্রবাসে পাঠক আগ্রহ সৃষ্টি ও মানসম্পন্ন লেখক তৈরির লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে ৩ দিনব্যাপী 'বাংলাদেশ বইমেলা ও বিজয় উৎসব' শুরু হয়৷ বই মেলা চলবে রোববার পর্যন্ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩