নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা স্মরণে পুষ্পরস্তবক অর্পণের মধ্যে দিয়েই দিনের কার্যক্রম শুরু করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ।
মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুছ ছালামের সভাপতিত্বে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার কামরুল হাসান আলোচনা সভার পরিচালনা করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ও ডা. মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ডা. ইকবাল হোসেন, ডাক্তার নুর মোহাম্মদ ও ডাক্তার উজিরে আজম।
অতিথিরা বলেন, ৭১ এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে এবং বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আবদুল মালেক মেডিকেল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available