টাঙ্গাইল প্রতিনিধি: হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান বলেছেন, দুইটি কারণে মূলত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুতে যানজটের সৃষ্টি হয়। এরমধ্যে বঙ্গবন্ধু সেতু দুইলেন এবং টোলপ্লাজার করণে মূলত জানজটের তৈরি হয়।
৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, মহাসড়কগুলো ফোর লেন হওয়ায় যানবাহন যে গতিতে আসে, সেগুলো বঙ্গবন্ধু সেতুতে এসে ধীর হয়ে যায়। এ কারণে সেতুর কাছে এসে যানবাহনের জট বেধে যায়। এটা স্বাভাবিক বিষয়। তবে এবার ঈদ যাত্রা নির্ভিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সংর্বাত্মক সজাগ রয়েছে।
অতিরিক্ত আইজিপি আরও বলেন, মহাসড়কে কোন প্রকার ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এছাড়া পরিবহন মালিকদেরকেও এ বিষয় সজাগ হওয়ার আহবান জানান।
এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার শরাফুদ্হদীনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available