কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বেলাশর এলাকায় অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে একটি কারখানার পোশাক শ্রমিকেরা। এতে মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়।
১৪ জুন শুক্রবার বেলা ১১টার দিকে বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে এ বিক্ষোভ করেন তারা। প্রশাসন ও মালিকপক্ষের আশ্বাসের পর অবরোধ তুলে নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
টানা দেড় ঘণ্টার এ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত ২০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখী যাত্রী ও পশুবাহী যানবাহন আটকে ভোগান্তি বাড়িয়েছে।
এর আগে বেলা ১১টায় ওই স্থানে অবরোধ শুরু করেন ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা। টানা দেড় ঘণ্টা ধরে অবরোধ চলে। পরে দুপুর সাড়ে ১২টার পর অবরোধ তুলে নেওয়া হয়।
একাধিক বিক্ষুব্ধ শ্রমিক জানান, ‘আমরা পেটের দায়ে গার্মেন্টসে চাকরি করি। এই গার্মেন্টসে সব সময়ই এক মাসের বেতন আটকে রাখা হয়। ঈদের আর মাত্র দুই দিন বাকি। এখনো আমাদের দুই মাসের বেতন বকেয়া। এমনকি বোনাসও দেওয়া হয়নি। আমরা ঈদ করব কীভাবে?’
এ বিষয়ে কারখানার পরিচালক মো. আলমগীর হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি জবাব দেননি।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব জানান, ‘আজকের মধ্যেই শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিত করা হবে। আমরা অনেক চেষ্টার পর শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available