পলাশ (নরসিংদী) প্রতিনিধি: তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের রাজাব এলাকায় অবস্থিত কাপকেক এক্সপার্ট লিমিটেডের পুতুল ফ্যাক্টরির শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। ২৮ অক্টোবর সোমবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুইঘণ্টা ফ্যাক্টরির সামনে ঘোড়াশাল-পাঁচদোনা সড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কের উভয় পাশের ৬ কিলোমিটার পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফ্যাক্টরির শ্রমিকরা জানান, গত তিনমাস ধরে আমরা বেতন পাচ্ছি না। চলতি মাসের আমাদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু মাসের ২৮ তারিখ হয়ে গেলেও বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। পাঁচ বছরের সার্ভিস চার্জ দেওয়া হয়নি এখনও। তাই আজ সকাল থেকেই আমরা আন্দোলনে নেমেছি। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।
এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়। সড়কে চলাচলকারী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক অবরোধ করে এই আন্দোলন করা ঠিক হচ্ছে না তাদের। আর মালিকপক্ষকেও তাদের দাবি মেনে নেওয়া উচিত।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষের সাথে কথা বলেন সেনাবাহিনী ও পুলিশের একটি টিম। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকরা সকাল ১০টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে কাজে ফিরে যান।
এ বিষয়ে কাপকেক এক্সপার্ট লিমিটেডের এইচ আর কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের সাথে মুঠোফোন একাধিকবার বার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। মালিকপক্ষের সাথে কথা বলে এক মাসের বেতন বৃহস্পতিবারের ভিতরে আর বাকি বেতন সামনের মাসে পরিশোধ করার আশ্বাস দেওয়া হয় শ্রমিকদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available