রংপুর ব্যুরো: রংপুরের মাহিগঞ্জে অটোরিকশার ধাক্কায় দারুল জান্নাত দিনা (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে রংপুর-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করেন। এসময় তারা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার স্থাপন ও চালকদের যথাযথ লাইসেন্স নিশ্চিত করার দাবি জানান। নিহত দিনা মাহিগঞ্জ এলাকার দোলন মিয়ার মেয়ে এবং আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুল ছুটির পর দিনা রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক ভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাত ইরা বলেন, ‘প্রতিদিন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। আমরা চাই, দ্রুত স্পিড ব্রেকার বসানো হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।’
শরিফুল ইসলাম নামে এক অবরোধকারী বলেন, ‘এই রাস্তায় চলাচলকারী বেশিরভাগ অটোরিকশা চালকের বৈধ লাইসেন্স নেই। তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়, যা দুর্ঘটনার মূল কারণ। আমরা চাই, অবৈধ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ‘আমরা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available