বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুকদাড়ায় অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে রহস্যজনকভাবে ১৮টি মহিষ মারা গেছে। এছাড়া অন্তত ৭/৮টি মহিষ অসুস্থ রয়েছে। মহিষ প্রজনন ও উন্নয়ন খামার কর্তৃপক্ষের ধারণা বিষক্রিয়ায় মহিষগুলো মারা যেতে পারে।
মহিষ প্রজনন ও উন্নয়ন খামার বিভাগ জানায়, এখানে মোট মহিষের সংখ্যা ছিল ৪৩৭টি। এরমধ্যে ১৮টি মহিষ মারা গেছে।
৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে মহিষগুলো অসুস্থ হতে থাকে। পরে একে একে ১৮টি মহিষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে কী কারণে মারা গেছে তা সঠিকভাবে জানাতে পারেনি কেউ। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। সেগুলো বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, মহিষ মৃত্যুর খবর জেনে খামারে এসে দেখি ১৭টি মহিষ মারা গেছে। মৃত মহিষগুলো মাঠের যেখানে সেখানে পড়ে আছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা অভিযোগ করেন, অস্বাস্থ্যকর খাবার ও যত্নের অভাবে মহিষগুলোর এমন অবস্থার সৃষ্টি হচ্ছে।
মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক মো. আহসান হাবীব প্রামানিক জানান, তিনি প্রাথমিকভাবে ধারণা করেছেন হঠাৎ রোদের পর বৃষ্টি হওয়ায় ঘাসে প্রাকৃতিকভাবে নাইট্রেড বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। যে কারণে ওই ঘাস খেয়ে মহিষগুলো অসুস্থ হতে পারে।
বাগেরহাট জেলা ভেটেরিনারী ডা. মনোহর চন্দ্র মন্ডল জানান, মৃত মহিষের ময়না তদন্ত করে নমুনা সংগ্রহ করা হয়েছে। এর প্রতিবেদন এলে মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
বাগরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. সাহেব আলী বলেন, মৃত মহিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে মহিষের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available