মো. নিজাম উদ্দিন খান: আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানা পুলিশ বিশেষ মহড়া দিয়েছে।
২ অক্টোবর বুধবার বিকাল ৫টায় থানা থেকে শুরু হয় এ মহড়া। মোটরসাইকেল ও পিকআপ ভ্যান নিয়ে থানা এলাকার বিভিন্ন সড়কে সাইরেন বাজিয়ে এ মহড়া দেয়। মহড়াটি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ প্রসঙ্গে চকবাজার থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবির জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটসহ পুলিশ সদস্য নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ভেঙ্গে পরে দেশের নিরাপত্তা ব্যবস্থা। বেড়ে যায় সহিংসতা, চুরি, ডাকাতির মত ঘটনা। পুলিশ কাজে যোগ না দেয়ায় অভিযোগ জানাতে এসে অনেকে থানা থেকে ফিরে যায়। বিষয়টি পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নজরে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং নতুন পুলিশ প্রধানের আহ্বানে সাড়া দিয়ে থানার পুলিশ কর্মকর্তাগণ মানবসেবার ব্রত নিয়ে থানার পুনরায় কার্যক্রম শুরু করে। এতে জনসাধারণের মনে স্বস্তি ফিরতে শুরু করেছে। পুলিশকে সহায়তায় পরবর্তী নির্দেশনা না আসা অব্ধি মাঠে থাকবে সেনাবাহিনীও।
চকবাজার থানার অফিসার ইনচার্জ আরও জানান, বর্তমানে চকবাজার থানার স্বাভাবিক কার্যক্রম চলমান আছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগের মতোই কাজ করছে পুলিশ। জনগণের সেবায় চকবাজার থানার পুলিশ ২৪ ঘণ্টা সেবায় নিয়োজিত আছে। এই ম্যাসেজটি আমরা সবার কাছে পৌঁছে দিতে মূলত এমন মহড়া।
এসময় আইনের প্রতি শ্রদ্ধা রেখে চকবাজার থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বানও জানান চকবাজার থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নুরে আল মাহমুদ, ওসি (তদন্ত) এআইএম তৌহিদুল করিম ও সেকেন্ড অফিসার ফিরোজ আলম মুন্সী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available