বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় সচেতনতা বাড়াতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়ার আয়োজন করে।
১৬ নভেম্বর শনিবার বেলা ১১টায় থানা চত্বরে ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়ার নেতৃত্বে একটি দল এই মহড়ায় অংশগ্রহণ করেন।
যদি কোথাও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে সেটি দ্রুত কীভাবে নেভানো যায়, তার জন্য মহড়ার ব্যবস্থা করা হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কীভাবে কমানো যায় এবং এ বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়ায় বিভিন্ন পরামর্শ দেন এই কর্মকর্তা।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরসহ বিভিন্ন এসআই, এএসআই, পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available