• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১৮:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১৮:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাংসের দাম বৃদ্ধির প্রতিবাদে সৈয়দপুরে ওয়ার্কার্স পার্টির পথ সভা

৫ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:২১:০৪

মাংসের দাম বৃদ্ধির প্রতিবাদে সৈয়দপুরে ওয়ার্কার্স পার্টির পথ সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গরু, ছাগল ও খাসির মাংসের দাম বাড়িয়ে দিয়ে বিক্রি করছে ব্যবসায়িরা। মাংস ব্যবসায়িদের সিন্ডিকেট থাকায় তারা কৌশলগতভাবে দাম বেশী নিচ্ছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে তারা বেশী দামে মাংস বিক্রি করে আসছে দীর্ঘদিন থেকে। দীর্ঘদিনের এমন অভিযোগ ক্রেতাদের।

৪ ডিসেম্বর সোমবার রাতে গরু, ছাগল ও খাসির মাংসের দাম বেশী নেয়ার প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়। সেই সাথে ছাগল ও খাসির মাংসের কেজি ৬শ টাকা থেকে ৬শ ৮০ টাকা এবং গরুর মাংসের কেজি ৫শ ২০ টাকা থেকে ৫শ ৬০ টাকা মূল্য নির্ধারণের দাবি জানিয়ে নীলফামারী জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়।

আবেদনের অনুলিপি দেয়া হয় বিভাগীয় কমিশনার রংপুর, জেলা পুলিশ সুপার, ভোক্তা অধিকার পরিষদ, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সৈয়দপুর পৌর মেয়রকে।

এদিকে গরু, খাসি ও ছাগলের মাংসের দাম বেশী নেয়ার প্রতিবাদে শহরের বঙ্গবন্ধু চত্বরে, চৌধুরী টাওয়ার ও মদিনা মোড়ে পথ সভা করে ওই রাজনৈতিক দলটি।

ওই পথ সভায় বক্তব্য দেন নীলফামারী জেলা কমিটির সদস্য কমরেড তোফাজ্জল হোসেন, ছাত্র মৈত্রীর নেতা মেহেদী হাসান, কেন্দ্রীয় বিকল্প সদস্য ও সৈয়দপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, কমরেড মজিবর রহমান, আরমান আলী ও কমরেড আশরাফুল আলমসহ আরও অনেকে।

সৈয়দপুর মাংস ব্যবসায়ি সমিতির সভাপতি নাদিম হোসেন বলেন, বাজারে গরু ও ছাগলের দাম চড়া। তাই দামের ওপরে আমরা কেজি দাম নির্ধারণ করে থাকি। বর্তমানে আমরা খাসির মাংস বিক্রি করছি ৮২০ টাকা কেজি। ছাগলের মাংসের কেজি ৭২০ টাকা আর গরুর মাংসের কেজি বিক্রি করছি ৬শ টাকা দরে। যদি হাটে পশুর দাম কমে যায় তাহলে মাংসের দামও অটোমেটিক কমে যাবে। এখানে কোনো ধরনের কারসাজি বা সিন্ডিকেট কাজ করে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩