• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে চৈত্র ১৪৩১ বিকাল ০৩:০৯:৫২ (11-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে চৈত্র ১৪৩১ বিকাল ০৩:০৯:৫২ (11-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা তাহেরীর গাড়িতে হামলা

১ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৪৭:৫৪

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা তাহেরীর গাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ইসলামি বক্তা মুফতি মো. গিয়াস উদ্দিন আত্ম তাহেরীর গাড়িতে হামলা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে শহরের টিএ রোডে এ হামলা হয়।

ভারতে মহানবী মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন আয়োজনের প্রেক্ষিতে শহরে এসেছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত্ম–তাহেরী। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত। তবে নিরাপত্তাজনিত কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতারা কর্মসূচিটি বাতিল ঘোষণা করেন।

অন্যদিকে মুফতি গিয়াস উদ্দিন আত্ম–তাহেরীর ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবেশের বিরোধিতা করে ‘সম্মিলিত কওমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি সংগঠন জেলা প্রেসক্লাবের সামনে পালটা অবস্থান কর্মসূচি দিয়েছিল।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডের ফকিরাপুল ব্রিজের ওপর লোকজন নিয়ে গাড়িতে ওঠে মুফতি গিয়াস উদ্দিন আত্ম–তাহেরী। সেখান থেকে কাউতলী এলাকায় যাওয়ার পথে টি এ রোডে উপস্থিত একদল মাদ্রাসা ছাত্র চারদিক থেকে ঘেরাও করে তাঁর গাড়িতে হামলা চালায়। ছাত্ররা তাহেরীর গাড়িটি ভাঙচুর করে। তারা গাড়ি থেকে তাকে বের করার চেষ্টা করে। তবে দ্রুত গাড়ি নিয়ে ওই স্থান ত্যাগ করেন তাঁর সঙ্গীরা।

এ ব্যাপারে মাওলানা তাহেরী বলেন, বেলা আড়াইটার দিকে ফকিরাপুল (ঘোড়াপট্টিসেতু) থেকে কাউতলী যাওয়ার পথে টি এ রোডের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার বরাবর পৌঁছলে মাদ্রাসা ছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করে। গাড়ির ভাঙা কাঁচের কণা আমাদের গায়ে পড়ে। তারা আমাদের কোনো কথা শুনতে চায়নি। বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছি। আমি দ্রুতই অভিযোগ করব।

এ বিষয়ে জানতে চাইলে সম্মিলিত কাওমি প্রজন্মের সমন্বয়ক কাজী সাইফুর রহমান মুন্না বলেন, প্রশাসন অনুমতি না দেওয়ার পরও তারা এসেছিলে। মাদ্রাসার ছাত্র ও তৌহিদী জনতা বলতে চেয়েছিলে– আপনারা চলে গেলে ভালো হয়। এ নিয়ে ফকিরাপুলে হাতাহাতির ঘটনা ঘটে। মাদ্রাসা ছাত্রদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন কাজী সাইফুর রহমান মুন্না।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘টিএ রোড দিয়ে যাওয়ার সময় তাঁর (মাওলানা গিয়াস উদ্দিন আত্ম–তাহেরী) গাড়িতে ঢিল মারা হয়। গাড়ির সামনে ও সাইডে ঢিল পড়ে। তাঁর একটি প্রোগ্রাম ছিল। এ বিষয়ে গোয়েন্দা রিপোর্ট ছিল– প্রোগ্রাম করতে এলে ঝামেলা হতে পারে। আমরা বলেছিলাম ডিসি সাহেবের অনুমতি ছাড়া যাতে প্রোগ্রাম না করে। তাহেরী সাহেব আমাকে ফোন করে গাড়িতে হামলার অভিযোগ জানিয়েছেন। বলেছি লিখিত দিলে ব্যবস্থা নেব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বৈসাবি উৎসবে আনন্দে মুখর খাগড়াছড়ি
১১ এপ্রিল ২০২৫ দুপুর ০২:৩৬:৩৩


পুলিশের লোগো থেকে বাদ পড়ছে নৌকা
১১ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৪৪:০০




গাংনীতে বিদেশি পিস্তলসহ আটক ১
১১ এপ্রিল ২০২৫ সকাল ১০:৪৬:২২

অবশেষে বদলি করা হলো সেই ইউএনওকে
১১ এপ্রিল ২০২৫ সকাল ১০:২৮:৫৩