মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীনকে নিযুক্ত করা হয়েছে। ৭ মার্চ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের নির্দেশে রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই পদে দুই বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়।
৯ মার্চ শনিবার সামাজিক বিজ্ঞান অনুষদের পূর্বের ডিন অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহার থেকে দায়িত্ব বুঝে নিয়ে নতুন ডিন হিসেবে যোগদান করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন বলেন, প্রথমেই উপাচার্য স্যারকে ধন্যবাদ জানাতে চাই আমাকে দায়িত্ব দেওয়ার জন্য। তিনি আমার উপর আস্তা রেখে ৭ মার্চ ঐতিহাসিক দিনে এই দায়িত্ব আমাকে দিয়েছেন। এই দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালনে সচেষ্ট থাকবো।
তিনি আরও বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অন্যান্য বিভাগ চালু করার চেষ্টা করবো, মানসম্মত ও উন্নতমানের সেমিনার তৈরি করা এবং সময়ের সাথে সাথে কীভাবে শিক্ষার্থীদের জন্য সু্যোগ সুবিধা বাড়ানো যায় সেদিকে নজর দিবো।
তিনি ৯ ফেব্রুয়ারি, ২০১৩ সালে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এর আগেও তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক দায়িত্বও পালন করছেন। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কার্যকরী সদস্য।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন, রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিনান্স) করেন।
মালয়েশিয়ার ইউনিভার্সিটি উত্তরা মালয়েশিয়া (ইউএম) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন নাজমুস সাদেকীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available