• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১২:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১২:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

‘মাভাবিপ্রবি শিক্ষার্থীবান্ধব ও পরিবেশবান্ধব একটি শিক্ষায়তন হবে’

১৮ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:০১:৫৪

‘মাভাবিপ্রবি শিক্ষার্থীবান্ধব ও পরিবেশবান্ধব একটি শিক্ষায়তন হবে’

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দকে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলরের গবেষণাগত দক্ষতা ও অভিজ্ঞতার প্রশংসায় ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মুখর। তারা নতুন ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

ড. আনোয়ারুল আজীম জানান, তিনি মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী-বান্ধব ও পরিবেশ-বান্ধব একটি শিক্ষায়তন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলকে একত্রিত করে একটি পরিবারের মতো কাজ করার আহ্বান জানিয়েছেন।

নতুন ভাইস-চ্যান্সেলর গবেষণা কার্যক্রম জোরদার করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নেও গুরুত্বারোপ করেছেন।

তিনি জানান, অভিভাবক হিসেব যতটা দায়িত্ব পালন করা উচিত যেটা করার চেষ্টা করবো বাকিটা আল্লাহর ইচ্ছা। যেহেতু এটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেহেতু রিসার্চ কীভাবে করা যায়, রিসার্চের মান কীভাবে বাড়ানো যায়, ফান্ড কীভাবে সংগ্রহ করা যায় এমনকি ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার লিংকেজগুলো কীভাবে বাড়ানো যায় সে চেষ্টা করবো। বাকিটা তোমাদের সহযোগিতা ও তোমরা ভালো মতো পড়াশোনা করবে এটাই আমি চাই এবং শিক্ষকদের পাঠদানের মান কীভাবে উন্নয়ন করা যায় সে চেষ্টা করবো।

ড. আনোয়ারুল আজীম আগামী শনিবার থেকে তার নতুন দায়িত্ব পালন শুরু করবেন বলে জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩