• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৭:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৭:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবাবগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি করায় ৬ জনের কারাদণ্ড

১৯ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:১৭:০৪

নবাবগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি করায় ৬ জনের কারাদণ্ড

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে রাতের আঁধারে কৃষি জমি কেটে মাটি বিক্রির অপরাধে ৬ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা কেউ ভেকু মালিক ও ড্রাইভার আবার কেউ মাটি বহনকারী ড্রাম ট্রাক চালক।

১৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মাঝিরকান্দা চালনাই চকে এ অভিযান পরিচালনা করে প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটি কাটার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা মিললে ৬ জনকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে অভিযুক্তরেদ প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। এছাড়া দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। অভিযানে নবাবগঞ্জ থানা পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম এশিয়ান টিভি অনলাইনকে বলেন, কৃষি জামি নষ্ট করে মাটি বিক্রির দায়ে ৬ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নবাবগঞ্জে কৃষি জমি রক্ষায় এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ‘চালনাই চকে কৃষি জমি কেটে বিক্রির মূলহোতা বা সিন্ডিকেট প্রধানদের এ পর্যন্ত ধরতে পারেনি প্রশাসন। এর আগেও অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয় মাটি কাটা কার্যক্রম। তখনও ঐ অঞ্চলের কৃষি জমি কেটে বিক্রি করার মূলহোতাকে খুঁজে পায়নি এবং সনাক্ত করতে পারেনি।

এলাকাবাসীর দাবি যারা কৃষি জমি কেটে বিলীন করে দিচ্ছে তাদের মূলহোতাকে আটক করে আইনের আওতায় আনলে স্থায়ীভাবে বন্ধ হবে মাটি কাটা, রক্ষা হবে কৃষি জমি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩