নাটোর প্রতিনিধি: নাটোরের বাড়াইগ্রাম উপজেলায় রাতের আঁধারে চলছে পুরাতন পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব। রাত ১২টার পর সাধারণ মানুষ যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, সেই সময় তারা সুযোগটি কাজে লাগিয়ে প্রায় পুকুর খননে ব্যস্ত হয়ে পড়ে।
অনুসন্ধানে জানা যায়, ২টি পৌরসভা এবং সাতটি ইউনিয়নের চিত্র প্রায় একই, ৫নং মাঝগাঁও ইউনিয়নের পূর্ব পাশে রাতের অন্ধকারে চলছে অবৈধভাবে পুকুর খননের কাজ। ১২টি দানব আকৃতির ট্রাক্টর ব্যবহার করে বনপাড় হাঁটিকুমরুল মহাসড়কের ওপর দিয়ে চলছে মাটি বহন। এ বিষয়ে বনপাড়া হাইওয়ে পুলিশকে জানালেও মেলে না কোনো ব্যবস্থা।
ঠিকাদার মো. নাহিদ, মিলন ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ রাতের অন্ধকারে অবৈধভাবে চালাচ্ছে পুকুর খননের কাজ। সেখানে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর রাগান্বিত হন তারা।
মাঝগাঁও উত্তরপাড়া হাইস্কুলের পাশে সংস্কারের নামে সংসদ সদস্যের ভাগ্নে জহির পুকুর খনন ও মাটি বিক্রি করে আসছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় খেয়ে যখন ঘুমাতে যাবো তখন শুরু হয় রাস্তায় গাড়ির বিকট শব্দ। হঠাৎই ঘুম ভেঙে যায়। আর চলাচলের একমাত্র রাস্তা পুকুর খননের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তায় মাটি পড়ে থাকায় একটু বৃষ্টিতে তা কাদার সৃষ্টি হয়। ফলে সড়কে ঘটতে পারে নানা দুর্ঘটনা গ্রামের মানুষের জীবন যাপন হচ্ছে বিঘ্নিত।
রাস্তা দিয়ে ট্রাক্টরে করে মাটি পরিবহনের ফলে মাটি ছিটকে পড়ছে রাস্তায়। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ওই মাটিগুলো ধুলাবালিতে পরিণত হচ্ছে। মাটি নিয়ে বারবার ট্রাক্টর চলাচলের কারণে ওই রাস্তায় ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাছাড়া ভেঙে যাচ্ছে রাস্তা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, রাস্তা নষ্ট করে মাটি বিক্রয় করার কোনো সুযোগ নেই। বিষয়টি উপজেলা প্রশাসন গুরুত্বসহকারে দেখছেন এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংসদ সদস্যের নাম ভাঙ্গানোর বিষয়টি সংসদ সদস্য আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে জানালে তিনি বলেন, বড়াইগ্রামের তিন ফসলি জমি জমি রক্ষা করার জন্য আমি সর্বদা কাজ করে যাচ্ছি। সংস্কারের বিষয়ে তিনি মন্তব্য করেন, সংস্কারের মধ্য দিয়ে অনাবাদি জলাশয়ে মাছ চাষের জন্য উপযোগী করা যায় সেটা উপজেলা প্রশাসন সরজমিনের তদন্ত করে অনুমোদন দিলে তবে! কিন্তু সেই সংস্কারের মাটি সরকারি রাস্তা দিয়ে বহন করে বিক্রির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন এই সংসদ সদস্য।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available