নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ ১ মাদককারবারিকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
২২ এপ্রিল মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ মিজমিজি উত্তর পাড়া বসু মার্কেট চিশতিয়া বেকারি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হলো- সুমন হোসেনের ছেলে মো. রিফাত হোসেন (১৯)।
পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এস আই জাকিরুল আলম সঙ্গী ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারিকে আটক করে। এ সময় মো. সুমন হোসেন (৪০) নামে আরেক মাদককারবারি পালিয়ে যায়। পলাতককে আটকের চেষ্টা চলছে।
জানা গেছে, আটক ও পলাতক দুজনই সক্রিয় মাদককারবারি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর জানান, আটকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available