সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতীয় চল্লিশ কেজি (১ মণ) গাঁজা জব্দ করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ। পাশাপাশি গাঁজার চালান মজুদ রাখার অভিযোগে অঞ্জনা আক্তার নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
অঞ্জনা জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের ইয়াছিন মিয়ার স্ত্রী।
২৬ এপ্রিল শনিবার সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
মিডিয়া অফিসার জানান, শনিবার দুপুরে জামালগঞ্জ থানা পুলিশ নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিক্তিত্বে সাচনা বাজারের রামনগর গ্রামে মৃত মন্তাজ আলীর ছেলে ইয়াছিন মিয়ার বসতঘরে তল্লাশী চালায়। তল্লাশীকালে অন্যত্র বিক্রির জন্য বসতঘরে মজুদকৃত ২০ কেজি ভারতীয় গাজাঁ জব্দ করে পুলিশ। একই সময় গাঁজা ক্রয় বিক্রয়ের জড়িত থাকায় ইয়াছিনের স্ত্রী নারী মাদককারবারি অঞ্জনাকে গ্রেফতার করে পুলিশ।
একই রাতে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে পেশাদার মাদককারবারি হাফিজুর রহমানের বসতঘরে মজুদকৃত আরও ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে পুলিশ। পুলিশী অভিযান আন্দাজ করতে পেরে হাফিজুর বসতবাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। জব্দকৃত গাজার মুল্য প্রায় ৬ লাখ টাকা।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ওই অভিযানে এসআই শামীম কবির, এসআই মাসুদ রানা, এএসআই মো. গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available