বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পৌরসদরের নিউটাউন সিঁড়ির মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
৮ এপ্রিল মঙ্গলবার ভৈরব ক্যাম্পের অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
গ্রেফতাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মিরাশানি মধ্যপাড়ার মৃত আ. মন্নাফ ভূঁইয়ার ছেলে মো. বশির মিয়া (৩৩) ও সরাইল উপজেলার উচালিয়াপাড়া মধ্যপাড়ার মো. সফি মিয়ার ছেলে মো. শাহিন (৩০)।
জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য বিয়াল্লিশ লক্ষ বিশ হাজার টাকা। গ্রেফতারদের কাছে থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করে আসামি ও আলামত হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব -১৪।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available