রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে র্যাবের একাধিক অভিযানে অস্ত্র ও মাদকসহ ১০ জনকে আটক করা হয়েছে।
৩১ মার্চ শনিবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৫)-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ নতুনপাড়া নামক এলাকায় এক অভিযান পরিচালনা করে ৯৮৫ পিস ইয়াবা, নগদ অর্থসহ ২ জনকে আটক করেছে র্যাব-৫। র্যাবের নিয়মিত অভিযানে ৩০ মার্চ শুক্রবার গভীর রাতে কাশিয়াডাঙ্গা থানা অধীনস্থ গোলজারবাগ গুড়িপাড়ার রফিকুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন মান্না (২৭) ও রাজপাড়া থানধীন পূর্ব মোল্লাপাড়া আলীগঞ্জ গ্রামের আজাহার আলীর ছেলে মো. রাসেল (২৭)-কে আটক করা হয়।
২৯ মার্চ বৃহস্পতিবার রাতে মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ ৭ জনকে আটক করা হয়। আটকরা হলো- মো. রঞ্জু (৪০), মো. নয়ন আলী (৩২), মো. আরমান (৩০), মো. রজব আলী (২৯), মো. তমাল হোসেন (৩১), মো. বিপুল হোসেন (৩৬) ও মো. আলাউদ্দিন মিয়া (৫৫)।
একই দিন অপর একটি আভিযানে জেলার পুঠিয়া থানাধীন শিবপুর হাট নামক এলাকা থেকে ২টি ওয়ান শুটারগানসহ শাকিব (৩২) নামে একজনকে আটক করে র্যাব-৫। আটক ব্যাক্তি চারঘাট থানাধীন হলিদাগাছী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যেক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available