বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক-সন্ত্রাস নির্মূলে কঠোর ভূমিকায় কাজ করছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান। বীরগঞ্জ থানায় ওসি মজিবুর রহমান যোগদানের পর থেকে তার দিকনির্দেশনায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
এছাড়াও বিশেষ অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ ও ডলার প্রতারণা চক্রের দুই সদস্যকে আটক ও বীরগঞ্জ পৌরসভায় গ্রামীণ ব্যাংকে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত সদস্য গ্রেফতার এবং লুণ্ঠিত ৩টি মোটরসাইকেল উদ্ধার করে ওসি মজিবুর রহমান।
এদিকে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীর অপহরণের দুই মাস পর ফেরত দেওয়ার ঘটনায় অপহরণকারীর ১ সদস্যকে গ্রেফতার করে প্রশংসায় ভাসছেন তিনি।
বীরগঞ্জ উপজেলার সুশীল সমাজের অনেকেই বলছেন, বীরগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসারগণ ও পেশাদার পুলিশ সদস্যরা যদি তাদের দক্ষতা ও আন্তরিকতা কাজে লাগিয়ে কাজ করে, তাহলেই আমাদের বীরগঞ্জ উপজেলা থেকে মাদক-সন্ত্রাস নির্মূল করা সম্ভব।
আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য আবু হুসাইন বিপু জানান, ঐক্যবদ্ধভাবে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তাহলেই বীরগঞ্জসহ সারাদেশ থেকে মাদক-সন্ত্রাস নির্মূল করা সহজ হবে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, বীরগঞ্জ থানায় যোগদান করার পর থেকেই উপজেলাকে মাদক-সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার করেছি। মাদক নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য সরকার বদ্ধপরিকর। এলাকার যুব সমাজকেও সচেতনতামূলক পরামর্শ দিয়ে যাচ্ছি। যেন যুবকরা মাদকের ভয়াল থাবা থেকে নিজেদের রক্ষা করে, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ এবং সমাজের কল্যাণে এগিয়ে আসতে পারে সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available