কক্সবাজার প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে কক্সবাজার জেলার টেকনাফ সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও পাচারকারী বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ও ভোগ্যপণ্য অবৈধভাবে চোরাচাইপথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচার করছে। এরই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় টেকনাফের হাতিয়ারঘোনা ও মঙ্গলবার বিকেলে রামু থানাধীন দুর্গম পেঁচার দ্বীপের সমুদ্র উপকূলে পৃথক অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ ভোজ্য তেল, ওষুধ ও ময়দা, অকটেনসহ ৪ পাচারকারীকে আটক করা হয়।
আটকরা হলো, টেকনাফ সদর ইউনিয়নের হাতিরঘোনা এালাকর আবুল বশরের ছেলে আবদুল মান্নান (২৪), একই এলাকার মৃত আলী হাছনের ছেলে আলী হোসেন (৪৫), রামু পেঁচার দ্বীপের (মাংলা পাড়া) আব্দুস সোবাহানের ছেলে নুরুল হক (৩০) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে রহমত আলী (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে যুদ্ধের কারণে দেশটিতে তেল, ঔষধ, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যের ব্যাপক ঘাটতি এবং দ্রব্যমূল্যের প্রচন্ড ঊর্ধ্বগতি দেখা দেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে কক্সবাজারের একটি চক্রটি তেলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস বাংলাদেশ থেকে কম মূল্যে ক্রয় করে উচ্চ দামে কক্সবাজার থেকে সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছিল। বিনিময়ে নগদ টাকার পাশাপাশি তারা ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে নিয়ে আসতো। এতে করে একদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে দেশীয় খাদ্যদ্রব্য, অকটেন, ডিজেল ইত্যাদি দেশ থেকে অন্য দেশে পাচার হওয়ার কারণে দেশে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে।
এর আগে, গত জানুয়ারি মাসে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার রোধে র্যাব-১৫, কক্সবাজার কর্তৃক পরিচালিত অভিযানে সর্বমোট ৯ জন পাচারকারীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। একই সাথে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ হাজার ৩৮৫ লিটার অকটেন, ৪০ কেজি পেঁয়াজ, ৩১ কেজি রসুন, ৩৬ কেজি আদা এবং পরিবহন কাজে ব্যবহৃত ২টি পিকআপ, নগদ ১৮ হাজার ১০০ টাকা, ৩টি বাটন ও ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available