তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার ঠাকুরপুকুর গ্রাম এখন মাদকের বাজারে পরিণত হয়েছে। কোনোমতেই বন্ধ হচ্ছে না পৌর সদরের ঠাকুরপুকুর গ্রামের রমরমা মাদক ব্যবসা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন জোরালো কোনো পদক্ষেপ না নেয়ায় তানোরের মাদক ব্যবসা দিন দিন বাড়ছে।
মাদকাসক্তরা মাদকের টাকা জোগাড় করতে প্রতিনিয়ত চুরি ছিনতাইসহ নানা অপরাধ মূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে। নেশার কারণে ধ্বংস হচ্ছে যুবক-যুবতী-সহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। যেখানে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সেখানে শিক্ষা ও শান্তির নগরী রাজশাহী জেলার গুরুত্বপূর্ণ স্থান তানোর উপজেলার পৌর সদরের ঠাকুরপুকুর গ্রামে প্রতিনিয়ত চলছে রমরমা মাদক ব্যবসা।
এই গ্রামে হেরোইন, ইয়াবা, গাঁজা, মদসহ সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য দিনে রাতে অবাধে পাইকারি ও খুচরা কেনাবেচা হয়। দীর্ঘদিন ধরে এই গ্রামে মাদক কারবারির বসবাস। বর্তমানে তানোর উপজেলার মাদকের সবচেয়ে ভয়ানক জায়গা হল তানোর পৌরসদরের ঠাকুরপুকুর গ্রাম। সকল থেকে সন্ধ্যা পর্যন্ত সরজমিনে তদন্ত করে দেখলে এই গ্রামের মাদক ব্যবসার প্রকৃত চিত্র দেখা যাবে। এরা মাদক ব্যবসাকে এক রকম ডাল ভাত মনে করে। একেক জন এই ব্যবসা করে টাকার পাহাড় গড়েছেন, তবে তাদের দেখে বোঝার কোনো উপায় নেই।
এদের বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হলেও পরবর্তীতে আবারও শুরু হয় রমরমা মাদক ব্যবসা। এদের বিরুদ্ধে নেওয়া হয় না কোনো জোরালো ব্যবস্থা। এই গ্রামের মাদক ব্যবসায়ীদের খুঁটির জোর কোথায়? এদের কর্মকাণ্ড দেখে মনে হয় প্রশাসন ব্যর্থ নাকি এদের অর্থের কাছে সকলেই শান্ত?
এই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী হলো, হক সাহেবের ছেলে ফকির ওরফে বিপ্লব, হক সাহেবের মেয়ে সাবিনা ও হক সাহেবের স্ত্রী রওশনারা। এদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এসব মাদক ব্যবসায়ীদের নেপথ্যে রয়েছেন হক সাহেবের ছেলে মতি। এদের গ্রেফতার করে রিমান্ডে নিলে রমরমা মাদক ব্যবসার নেপথ্যের আরো রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে বলে মনে করেন সমাজের সুধীজন।
এ বিষয়ে ওই গ্রামের যুবক সাহিন বলেন, প্রশাসন ম্যানেজ করেই এ গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা দিনে রাতে অবাধে বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, আমরা এ ব্যাপারে কাজ করছি। প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available