মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্পের সদস্যরা।
১৩ অক্টোবর রোববার দুপুর দুইটার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, গাংনীর নওয়া পাড়া গ্রামের মৃত আজিম বক্সের ছেলে ইন্তাজুল ইসলাম (৪৬) ও সাহারবাটি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৭)।
গাংনী র্যাব-১২ ক্যাম্পের কোম্পানির কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ একটি অভিযানিক দল গাংনী পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আরাফ এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ইন্তাজুল ইসলাম ও আনোয়ার হোসেনকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available