• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৮:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৮:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দিনাজপুরে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন আটক

২৩ মে ২০২৪ সকাল ১০:৩১:০১

দিনাজপুরে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন আটক

রংপুর ব্যুরো: দিনাজপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অ্যাম্পুল ইনজেকশন অবৈধ মাদক দ্রব্যসহ শীর্ষ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৩। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

২২ মে বুধবার কোতয়ালি থানার ৮নং শংকরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহনপুরে ফাতেমা মটর্সের সামনের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ২৩ মে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলো- বিলাইল ইউনিয়নের রানীনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে আসামি মো. জাহাঙ্গীর আলম (২৮) ও একই থানার চৌঠা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মোস্তাফিজুর রহমান (২৪)।

র‌্যাব-১৩ এর উপ-পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহনপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে পালানোর সময় তাদের আটক করা হয়।

এ সময় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলে ঝুলানো একটি লাল-হলুদ রঙের ব্যাগ থেকে বিশেষ কায়দায় রাখা ১ হাজার ২শ’ ৪০ পিস অ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়। এছাড়া মাদকের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে অভিযানিক দল।

র‌্যার উপ-পরিচালক আরও জানান, তারা দীর্ঘ দিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশলে মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানি নিষিদ্ধ সর্বনাশা মাদক Buprenorphine injection সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালি থানায় র‌্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

র‍্যাব কমান্ডার কামরুল হাসান জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। এই অভিযান সব সময় অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩