• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:৩৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:৩৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাগড়ির টাকা না পাওয়ায় হাফেজি ছাত্রের আত্মহত্যা!

২ মার্চ ২০২৪ সকাল ০৮:৫৪:১৬

পাগড়ির টাকা না পাওয়ায় হাফেজি ছাত্রের আত্মহত্যা!

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে পাগড়ি কেনার ১ হাজার টাকা বাবা মায়ের নিকট চেয়ে না পাওয়ায় গলায় ফাঁস লাগিয়ে জাহিদ হাসান (১৭) নামে কোরআনের এক হাফেজি পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছেন।

১ মার্চ শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রের ঘর থেকে ঝুলন্ত মরদেহ  উদ্ধার করে স্বজনরা। তাৎক্ষণিক পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওযার পথিমধ্যে মারা যায় সে।

জাহিদ হাসান উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজিপাড়ার গ্রামের তৈয়ব আলী ফারাজীর ছেলে । নিহত জাহিদ হাসান চক ভগবান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

নিহতের চাচা মউবর ফারাজী জানান, জাহিদ হাসান  তার মার কাছ থেকে পাগড়ি কেনার জন্য ১০০০ টাকা চায়। তার মা তাকে ৫০০ টাকা দেয় এবং ৫০০ টাকা পরে দিবে বলে জানায়। এতে রাগান্বিত হয়ে অভিমান  করে নিজ ঘরের আড়ার সঙ্গে পরনের লুঙ্গী  ছিড়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার পরিবারের লোকজন ঘরে ঢুকে জাহিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জাহিদ মারা যায় ।

এলাকাবাসীরা জানায়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ছেলে মেয়েরা সামান্য কারণে আত্মহত্যার মত পথ বেঁচে নিচ্ছে এটা সত্যিই দু:খজনক। এ বিষয় কাউন্সিলিং প্রয়োজন সচেতন হতে হবে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে। সেই সাথে প্রচার প্রচারণা জরুরি।

এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মরগে পাঠিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম আজমিরুজ্জামান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩