• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০৭:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০৭:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কিশোরগঞ্জে আলিম পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

১৪ জুন ২০২৪ দুপুর ১২:৩৮:০০

কিশোরগঞ্জে আলিম পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা আফজালুল উলুম বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের বিদায় এবং ২০২৪ সালের দাখিল পরিক্ষায় জিপিও ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১২ জুন বুধবার দুপুর ১২টায় মাদ্রাসা মাঠে এই বিদয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বড়ভিটা আফজালুল উলুম বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে রেজাউল আলম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম রশিদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ও শাকিল আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রসার সুপার মোজাফফর হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে প্রতিষ্ঠান প্রধান মাওলানা অহিদুল ইসলাম প্রতিষ্ঠানের যুগোপযোগী উন্নয়নের ধারাকে তুলে ধরার মাধ্যম আগামীতে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সার্বিক সহযোগিতার কথা তুলে ধরেন।

একইসাথে প্রধান অতিথি রশিদুল ইসলাম রশিদ ঠিকাদার তার বক্তব্যে আধুনিক এই প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে নিজেকে বলিয়ান রাখার কথা তুলে ধরার মাধ্যমে আসন্ন আলিম পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করার মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নের ধারাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কথা বলেন।

আমন্ত্রিত অতিথি মোজাফফর হোসেন বলেন, এক সময়ের অবহেলিত এই প্রতিষ্ঠানটি আজ উপজেলার একটি মডেল প্রতিষ্ঠান। আধুনিকায়নে এই প্রতিষ্ঠান পেড়িয়েছে অনেকটা পথ। যার ফল সরুপ গেল দাখিল পরিক্ষায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পরিশেষে সিনিয়র শিক্ষক আ. রহিমের নেতৃত্বে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩