নওগাঁ প্রতিনিধি: অপহরণের তিন দিন পর নওগাঁর মান্দা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী মো. নাহিদ শিকারী (১৯) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
২০ মার্চ বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। আটক নাহিদ মান্দা উপজেলার ছুটিপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানান, ১৭ মার্চ সকাল ৯টায় নিজ বাসা থেকে নানীর বাড়ি বোয়ালিয়া যাওয়ার পথে বাইপাস বটতলি মোড় ভিকটিম উপস্থিত হলে অপহরণকারী তাকে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমের পরিবার অনেক খোঁজাখুজির পর অপহৃতকে খুজে না পেয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর অপহরণকারী নাহিদকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে ২০ মার্চ বুধবার মান্দা উপজেলার কালিকাপুর এলাকা হতে অপহরণকারী নাহিদকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করে।
র্যাব আরও জানান, ভিকটিম সান্তাহার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওনি) মো. জাহিদুল ঘশ জানান, আগামীকাল আটক আসামিকে আদালতরে মাধ্যমে জেল হাজুতে পাঠানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available