স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে পুলিশের বাধার কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ ফোরামের উদ্যোগে পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি জেলার বিভিন্ন স্থান থেকে আগত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
১৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে তারা ইউনিয়ন পরিষদ ফোরামের আহ্বানে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করার চেষ্টা করে। কিন্তু আগে থেকেই সেখানে পুলিশ অবস্থান নেয় এবং মানববন্ধনকারীরা আসলে তাদেরকে সরিয়ে দেয়। পরে মানববন্ধনকারীরা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশ সেখান থেকেও তাদেরকে সরিয়ে দিলে মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি তারা।
ভাঙ্গা উপজেলার ২নং নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াসহ মানববন্ধনকারীরা জানান, শান্তিপূর্ণভাবে তারা মানববন্ধন করার চেষ্টা করলেও পুলিশ মানববন্ধন করতে দেয়নি। তারা জানান জনগণের নির্বাচিত প্রতিনিধি তাই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদের স্বপদে আসীন রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাতে তারা এসেছিলেন।
তারা দাবি করেন, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ করা হলে স্থানীয় জনসাধারণ ভোগান্তিতে পড়বে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available