• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ১০:৪৩:০২ (02-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ১০:৪৩:০২ (02-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সদরপুরে ওসির প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

১৭ অক্টোবর ২০২৪ দুপুর ০২:০৪:৩১

সদরপুরে ওসির প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. মোতালেব হোসেনের অপসারণ দাবিতে বৃহস্পতিবার সকালে থানার সামনে প্রধান সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সদরপুর সরকারি কলেজ ছাত্রদল সভাপতি রুমন মাতুব্বরের নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা এসময় ৭ দিনের মধ্যে ওসির প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বর্তমান ওসি এখনো আওয়ামী লীগ ও নিক্সন চৌধুরীর সমর্থকদের সাথে একত্রিত হয়ে কাজ করছে। তাদের কথা মত বিভিন্ন মামলা নিয়ে থাকেন। ছাত্রদলের সদস্যদের হয়রানি করেন। থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণের সাথে খারাপ আচরণ করেন। আমরা এমন ওসি চাই না। আমরা ফরিদপুরের এসপির দৃষ্টি আকর্ষণ করছি। যদি আগামী ৭ দিনের মধ্যে এই ওসিকে অপসারণ না করা হয় তবে এর পরে বিক্ষোভ মিছিল করা হবে।

মানববন্ধন নিয়ে সদরপুর থানার ওসি মো. মোতালেব হোসের সাথে ফোনে কথা হলে তিনি জানান, পুলিশ কোনো দলের না। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাকে যখন যেখানে দিবে সে তখন সে জায়গার দায়িত্ব পালন করবে। মানববন্ধনকারীদের কোনো দাবি থাকলে তারা প্রথমে সেটা আমাকে জানাবে, আমি সে দাবি পূরণ না করতে পারলে তারা তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







না ফেরার দেশে সাংবাদিক তোফাজ্জল হোসেন
২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:০৬