মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবির বিপরীতে ষড়যন্ত্রমূলকভাবে সহকারী প্রধান শিক্ষক পদ সৃজনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পালিত হয়েছে।
২৩ অক্টোবর বুধবার দুপুর সাড়ে বারটার দিকে মানিকগঞ্জ পিটিআই ১০ম গ্রেট দাবি বাস্তবায়ন কমিটির আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পিটিআই গেট সংলগ্ন এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একত্রিত হন। এরপর সেখানে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তৌফিক নেওয়াজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক তরুণ সূত্রধর, সহ সভাপতি মো. যুবায়ের হোসাইন, সদস্য আইরিন আক্তার আঁখি ও অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম। এসময় প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
এসময় সভাপতি জসিম উদ্দিন বলেন, সারাদেশের সহকারী শিক্ষকরা যখন ১০ম গ্রেডের বাস্তবায়নের দাবি আদায় করে আসছেন। ঠিক সেই মুহূর্তে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন না করে উল্টো ষড়যন্ত্রমূলকভাবে সহকারী প্রধান শিক্ষক পদ সৃজন করেছেন। এতে করে সহকারী শিক্ষকদের স্থায়ীভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারী বানিয়ে রাখার একটি পরিকল্পনা করা হচ্ছে। আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আমাদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়ন চাই এবং যে সহকারী প্রধান শিক্ষক পদ সৃজন করা হয়েছে, সেটা বাতিল চাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available