নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটিতে জেলা আওয়ামী লীগ নেতা গোলাম শাহরিয়ার বাদলের নাম রাখার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় নবীনগর প্রেস ক্লাব চত্বরে নবীনগর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে উপজেলা বিএনপি নেতারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খান, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, বিএনপি নেতা মকসুদ আলী খান, মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল, আবুল হোসেন আবুল, অনন্ত হীরা প্রমুখ।
এসময় বক্তারা নবীনগর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির এডহক কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে জেলা আওয়ামী লীগ সদস্য গোলাম শাহরিয়ার বাদলের নাম থাকায় এডহক কমিটি বাতিলের দাবি জানায়। অন্যথায় আরো বড় আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available