পঞ্চগড় প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পঞ্চগড়ে বিএনপির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর রোববার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় পল্লী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। দেশে মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। সরকার বিএনপি নেতাকর্মীদের দমন নিপীড়ন করে এক তরফা নির্বাচনে ব্যস্ত হয়ে পড়েছে। তারা পূর্বের মত ভোটের পরিকল্পনা করছে।
বক্তারা আরও বলেন, সরকার নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে। এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০০ টাকা বেড়েছে।
এই সরকারকে দ্রুতই ক্ষমতা থেকে নামানো হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available