• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৬:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৬:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ডাকাতের আক্রমনে পুলিশ আহত, গণধোলাইয়ে ডাকাত নিহত

৯ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:২০:২০

ডাকাতের আক্রমনে পুলিশ আহত, গণধোলাইয়ে ডাকাত নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের মেঘশিমুল এলাকায় ডাকাতি করে পালানোর সময় গণধোলাইয়ে মো. লাভলু মিয়া নামে ১ ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাত লাভলু মিয়ার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইলে। ডাকাতের আক্রমনে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে ১ পুলিশ কনস্টেবল। তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন।


৯ জুলাই রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার আনুমানিক রাত সোয়া ২ টার দিকে  যানবাহন থামিয়ে ডাকাতির করছিলো ৬-৭ জনের একটি ডাকাত দল। ডাকাতির শিকার হওয়া লোকজন ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে নিহত ডাকাতকে ধরে ফেলেন কনস্টেবল রাকিবুল ইসলাম। পুলিশের হাত থেকে পালাতে ঐ ডাকাত পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় স্থানীয় লোকজন ও গাড়ীর যাত্রীরা ধৃত ডাতাতকে গণধোলাই দিলে মারাত্নক আহত হয় সে। পরে জনরোষ থেকে ডাকাতকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ডাকাত ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩