মাভাবিপ্রবি প্রতিনিধি: অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত ‘বৈষম্যমূলক’ প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয়সমূহ প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
১৩ জুলাই শনিবার বেলা ১২টা দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের সামনে মাভাবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে এ লাগাতার সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালিত হয়।
এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি ড. এএসএম সাইফুল্লাহ বলেন, শিক্ষকদের দাবিসমূহ পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুসারে মাভাবিপ্রবি শিক্ষক সমিতি কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চালিয়ে যাবে। আমরা দাবি জানাচ্ছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আশু সুরাহা করে আমাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হতে ব্যবস্থা নিবেন।
সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদার রহমান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এই বৈষম্যমুলক পেনশন নীতিমাল প্রত্যয় স্কিম কার্যকর হলে বিশ্ববিদ্যালয়গুলো মেধা শূন্যের দিকে এগিয়ে যাবে এবং উচ্চ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে ধাবিত হবে। তাই শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে, এবং এই অচল অবস্থা নিরসনে অতিদ্রুত বিশ্ববিদ্যালয়কে প্রত্যয় স্কিমের আওতামুক্ত করে শিক্ষকদের জন্য উচ্চতর স্বতন্ত্র বেতন কাঠামোর প্রবর্তনের জোর দাবি জানাচ্ছি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতিদিনের ন্যায় আজও সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যৌক্তিক দাবি-দাওয়া মেনে নিয়ে শিক্ষকদের আত্মমর্যাদা সমুন্নত রাখবেন। তবে যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে, আমরা আমাদের সর্বাত্মক কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।
কর্মসূচিতে বক্তারা দাবি মেনে না নেয়া হলে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available