• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৯:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৯:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

কোটা আন্দোলনে আক্রমণকারীদের বয়কটের ঘোষণা মাভাবিপ্রবি শিক্ষার্থীদের

১৬ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:১০:০৫

কোটা আন্দোলনে আক্রমণকারীদের বয়কটের ঘোষণা মাভাবিপ্রবি শিক্ষার্থীদের

মাভাবিপ্রবি প্রতিনিধি: নিজেদের ওপর হামলা ঠেকাতে ভিন্ন এক পদক্ষেপ নিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের কেউ আক্রমণ করলে, তাকে শ্রেণি কার্যক্রম থেকে বয়কটের ঘোষণা দিচ্ছে তারা।

১৬ জুলাই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের টাইমলাইন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে এসব ঘোষণা দিচ্ছেন মাভাবিপ্রবির শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান  বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা পোস্ট করছেন, আমাদের ব্যাচের কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত থাকে, তাহলে আমরা ব্যাচের যেকোনো প্রকার কাজে তাদের অংশগ্রহণকে অবাঞ্ছিত ঘোষণা করব। আপনারা কখনোই আমাদেরকে নিজেদের ভাই বা বন্ধু হিসেবে পরিচয় দিবেন না। একজন বিবেকবান মানুষ হিসেবে আপনার রক্তাক্ত ছাত্র রাজনৈতিক পরিচয়কে বাদ দিয়ে ছাত্র পরিচয়কে প্রাধান্য দিবেন এটাই আমরা আমাদের ভাই/বন্ধুদের থেকে আশা রাখি।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম  ব্যাচের শিক্ষার্থীরা পোস্ট করছেন, আমাদের ক্লাসের বা ডিপার্টমেন্টের কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে বা পরবর্তী সময়ে অংশগ্রহণ করে, তাহলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে বা তাদেরকে ক্লাস এবং ডিপার্টমেন্টের সামগ্রিক সকল প্রকার কাজ হতে অবাঞ্ছিত ঘোষণা করে বর্জন করা হবে। আমরা টি ই -১৬ কোনো সন্ত্রাসী অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে নিজেদের ভাই/বোন/বন্ধু হিসেবে পরিচয় দিতে এবং শ্রেণিকক্ষে ক্লাস করতে রাজি নই।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পোস্ট করছেন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের রানিং (১৩-১৮) ব্যাচের কোনো ছাত্র কিংবা ছাত্রী যদি আজকে বা আগামীতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই বোনদের উপর আক্রমণের সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে বর্জন করবো এবং সে আমাদের ব্যাচের হলে, আমাদের সাথে কোনো ক্লাস বা পরীক্ষায় তাকে সঙ্গ দেয়া হবে না। তাকে পুরো ডিপার্টমেন্ট থেকে সামগ্রিক ভাবে বয়কট করা হবে।

গণিত ১২ তম ব্যাচের শিক্ষার্থীরা পোস্ট করছেন, সকলের জ্ঞাতার্থে গণিত-১২ ব্যাচের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, আমাদের ক্লাসের বা ডিপার্টমেন্টের কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ বা যেকোনোভাবে সাহায্য করে থাকে বা পরবর্তী সময়ে করে, তাহলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে ক্লাস, পরীক্ষাসহ বিভাগীয় সামগ্রিক কাজ হতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে । আমরা গণিত-১২ কোনো সন্ত্রাসী অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কারো সাথে একই শ্রেণিকক্ষে ক্লাস করতে রাজি নই।

এছাড়াও একই ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  শিক্ষার্থীরা। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে ক্লাস নোট শেয়ারসহ অ্যাকাডেমিক সকল প্রকার কার্যক্রম থেকে অবাঞ্চিত ঘোষণা করবেন বলেও জানিয়েছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩