চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থ সহায়তা দেয়ার নামে প্রতারণার আলোচিত ২ মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে প্রতারক সিন্ডিকেটের প্রধান রেজাউল ইসলাম রেজা ও বিউটি খাতুনকে ৫ বছর করে মোট ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলার অন্য ৩ আসামিকে খালাস দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো. হুমায়ূন কবির ১৮ জুন রোববার এ রায় ঘোষণা করেন। এর আগে বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য রোববার দিন ঠিক করে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী ড. মো. তসিকুল ইসলাম। তিনি রায়কে বিচার বিভাগের জন্য একটি মাইলফলক বলে উল্লেখ করেন। এ আইনজীবী বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় তারা অর্থ ও প্রভাব খাটিয়ে পার পেয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে। মামলার এ রায়ে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বাড়বে। প্রতারণার এ ঘটনাটি আলোচিত হওয়ায় গণমাধ্যমকর্মী ও স্থানীয়দেরও মধ্যেও ছিলো ব্যপক আগ্রহ। স্থানীয় অনেকেই এ রায়কে যুগান্তকারী বলে সন্তোষ প্রকাশ করেছেন।
২০২২ সালের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জ শহরের চরমোহনপুর এলাকার মো. কালাম ও দক্ষিণ চরাগ্রামের রুবেল আলী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার আবেদনে বলা হয়, আসামিরা ইউরোপীয় ইউনিয়নের অর্থ সহায়তা দেয়ার নাম করে কৌশলে অর্ধশত মানুষের কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেয়। আসামিরা নিজেদের উচ্চপদস্থ কর্মকর্তা ও ইউরোপীয় ইউনিয়নের দাতা সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। অতঃপর মসজিদে গিয়ে মহান আল্লাহ্র নামে হলফ করে ইউরোপীয় ইউনিয়নের সহায়তার অর্থ শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণের প্রস্তাব দেয়। এমন চটকদার প্রস্থাবে প্রতারনার মাধ্যমে তারা বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়।
বাদির আইনজীবী অ্যাডভোকেট ড. মো. তসিকুল ইসলাম জানান, প্রতারণার ২ টি মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ২ টি মামলায়ই তাদের দোষী সাব্যস্ত করে ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। অপর ৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available