পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার ও সাইফুল আলম সাবুসহ ২৬ জনকে আসামি করে মামলার দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। মানববন্ধনে ২০১৩ সালের ঘটনার জের ধরে চলতি মাসের ১৩ তারিখে তাদের নামে একটি মিথ্যা মামলা করেন উপজেলার সেচাকান্দি গ্রামের ওহেদ বাদশার ছেলে রোকনুজ্জামান।
মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, ২০১৩ সালে জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগ পন্থী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একটি ঘটনা ঘটে। যার পরিপ্রেক্ষিতে এই মামলাটি করা হয়। কিন্তু ঘটনার দিনে আমাদের এই দুইজন মুক্তিযোদ্ধা কোনোক্রমেই উপস্থিত ছিলেন না। আর এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না। কিন্তু দীর্ঘ ১০ বছর পর উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে।
মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ বলেন, আমরা দেশের ভালো চাই, দেশের মঙ্গল চাই। যে ঘটনাটি ঘটেছে তার ন্যায্য বিচার করা হউক। ঘটনার গণ তদন্তের দাবি করে তিনি বলেন, আমরা পুলিশ প্রশাসনের কাছে একটি নিরপেক্ষ তদন্তের দাবি করছি। এসময় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রওশন জামিল ও মুসা মিয়া।
এ বিষয়ে মামলার বাদী রোকনুজ্জামান বলেন, তারা যদি প্রমাণ দিতে পারে তারা নির্দোষ তাহলে আমি মামলা প্রত্যাহার করে নিবো। মামলার বিষয়ে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে, এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে।
মুক্তিযোদ্ধাদের নামে এ ধরনের মামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সুধিসমাজের অনেকেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available