ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ এনে ফটিকছড়ির সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিসহ ৪০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
২১ অক্টোবর সোমবার কুরবান আলী (২৪) নামে এক ব্যক্তি বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন- ফটিকছড়ি সাবেক উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরি, হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভা যুবলীগ সভাপতি মোহাম্মদ হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল,সাধারণ সম্পাদক রায়হান রুপু, রিয়াদ আজিজ, মো. শহিদ, শহিদ মেম্বার, কিং সাহেদ, মেজবাহ উদ্দিন, রেজাউল করিম, আশরাফুজ্জামান শাকিল, ইকবাল হোসেন শাহেদসহ ৪০ জন নামীয় এবং ৪০০/৫৫০ অজ্ঞাত আসামি।
মামলার এজাহার উল্লেখ করা হয়েছে- বাদী একজন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণকারী। আসামিরা স্বৈরাচার শেখ হাসিনার অনুসারী এবং আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের রাজনৈতিক ক্যাডার হিসেবে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমদ বলেন, ফটিকছড়ি থানায় ৪০ জনের নামসহ অজ্ঞাত প্রায় ৪০০-৫৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available