• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ০২:২৯:৩৮ (03-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ০২:২৯:৩৮ (03-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাংনী শিক্ষা অফিসারকে লাঞ্ছিতের ঘটনায় মামলা

৫ নভেম্বর ২০২৪ সকাল ১০:৪৩:১৬

গাংনী শিক্ষা অফিসারকে লাঞ্ছিতের ঘটনায় মামলা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও অফিস সহায়ক তোফাজ্জেল হোসেনকে লাঞ্চিত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

৪ নভেম্বর সোমবার রাতে মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক বাদী হয়ে গাংনী থানায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরেুদ্ধে মামলাটি দায়ের করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, শিক্ষা অফিসার হোসনে মোবারক বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক জানান, আদালতে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মেহেরপুর জেলা ও দায়রা জজ (বিচারক) মো. তহিদুল ইসলাম স্বাক্ষরিত  পিটিশন নং-১০৮/২০২৪  মামলার নিষ্পত্তি করে আদেশ দেয়া হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন ,২০০০ এর ২৭ (১ক)(ক)ধারা অনুযায়ী এই আদেশ ৭ কর্মদিবসের মধ্যে একটি লিখিত অনুসন্ধান প্রতিবেদন এবং উক্ত প্রতিবদনের সমর্থনে সাক্ষীদর সাক্ষ্য গ্রহণের কাগজপত্র সহ প্রাসঙ্গিক তথ্য প্রমাণ দাখিলের নির্দেশনা দেয়া হয়। সে মোতাবেক  গত সোমবার  বাদী ও বিবাদীদের শুনানিত আহবান করা হয়। মামলার বাদী  সীমা খাতুন ও বিবাদী তুহিন আলীসহ উভয়পক্ষের স্বাক্ষীদের নিয়ে শুনানী চলছিল। এমতাবস্থায় একদল দুর্বৃত্ত শিক্ষা অফিসের সামনে বিশৃংখলা শুরু করে। এসময় শিক্ষা অফিসের অফিস সহায়ক তোফাজ্জল তাদের শান্ত থাকার আহবান জানালে তারা বাদীপক্ষের লাকজনের উপর চড়াও হয় এবং কিল ঘুষি মারতে থাকে। বাইরে হট্টগাল ও গালিগালাজ  শুনতে পেয়ে আমি অফিসের গেটের সামনে গেলে একদল উশৃঙ্খল দুর্বৃত্ত আমার উপর চড়াও হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। শার্টের কলার ধরে টানাহেচড়া করে লাঞ্ছিত করে ‘

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোরবককে মারধরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এরপরও আমার সামনেই আবারো তাকে লাঞ্ছিত করে। জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করি। পরবর্তীতে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কঠোর ভূমিকা রাখেন জেলা প্রশাসক। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







না ফেরার দেশে সাংবাদিক তোফাজ্জল হোসেন
২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:০৬