রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে মৎস্য ঘের লুট, চাদাঁবাজী, ভয়ভীতি প্রদর্শন ও অরাজকতা সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
১৮ আগষ্ট শুক্রবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেন উপজেলার তালবুনিয়া গ্রামের ইমাম হোসেনের স্ত্রী শিউলী বেগম।
মামলার এজাহারের সূত্রে জানা যায়- ১৮ আগষ্ট শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার তালবুনিয়া গ্রামের শহীদ শেখের পুত্র আরিফ বিল্লাহ (৩৫) ও মো. হাসমত শেখের পুত্র সৈকত শেখসহ (২৪) আরও কয়েকজন শিউলী বেগমদের মৎস ঘেড়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন, জীবন নাশের হুমকি, ত্রাস সৃষ্টি ও চাঁদা দাবি করে।
এ ঘটনায় ভুক্তভোগী ঐদিন রাতে রামপাল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে।
পুলিশ শুক্রবার রাতেই অভিযুক্ত ২ আসামি আরিফ ও সৈকতকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এসময় তাদের কাছ থেকে রামদা, ছোরা ও লাঠি জব্দ করা হয়।
এ ঘটনায় রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আশরাফুল আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি মামলা দায়ের এবং আসামিদের আটকের পর জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available