নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দরে রিকশাচালকদের পিটিয়ে আহত, মোবাইল ফোন নষ্ট ও টাকা নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল হক নান্নু ও তার ভাই বাবুল শেখের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. মনির নামের একজন রিকশাচালক।
বিমানবন্দর গোলচত্বর সংলগ্ন বাবুস সালাম মসজিদের পিছনের রাস্তায় ১ জুলাই সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পরে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে এ ঘটনায় বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী এক রিকশাচালক।
২ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান।
ভুক্তভোগী রিকশা চালক মো. মনির বলেন, 'যাত্রী নিয়ে বিমানবন্দরের বাবুস সালাম মসজিদের নিচের হোটেলের সামনে সন্ধ্যায় নামিয়ে দেই। পরে চলে আসার সময় শেখ ফজলুল হক নান্নু (৫৫) ও বাবুল শেখ (৫৮) আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে নান্নু তার হাতে থাকা লোহার রড দিয়ে হাতের কুনুই, পায়ের উরু এবং কোমরে পিটিয়ে আহত করেন। সেই সাথে আমার পকেটে থাকা মোবাইলটি মাটিতে ফেলে ভেঙ্গে ফেলেন। তার ভাই বাবুল শেখ আমার লুঙ্গির কোচায় থাকা ১৪ হাজার ৭০০ টাকা নিয়ে যান।'
তিনি বলেন, 'ওই সময় জিয়াউর রহমান নামের আরেক রিকশা চালক এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করেন। পরে রিকশাচালক রাহাত, সিরাজ, রাসেল এগিয়ে এসে আমাদের উদ্ধার করেন।'
অভিযোগের বিষয়ে বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিমানবন্দরের আল আমিন হোটেলের মালিক শেখ ফজলুল হক নান্নু বলেন, 'পুলিশ বক্সের পিছনে রিকশা জ্যাম করে রাখে। তখন লাঠি দিয়ে সরিয়ে দিয়েছি। তখন হয়তো লাঠির আঘাত লাগতে পারে।'
মারধর করে টাকা নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে নান্নু বলেন, 'একজন রিকশা চালকের কাছে ১৪ হাজার টাকা থাকতে পারে, সেটা সত্য না মিথ্যা আপনি যাচাই করে দেখেন।'
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্রা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, 'অভিযোগ পেয়েছি। আমাদের অফিসার বিষয়টি তদন্ত করে দেখছেন।'
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available