• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৫২:৫১ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৫২:৫১ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ভারতের পার্লামেন্টে হাতাহাতি করে দুই এমপি ‘আইসিইউতে’

২০ ডিসেম্বর ২০২৪ সকাল ০৭:৪৬:১৯

ভারতের পার্লামেন্টে হাতাহাতি করে দুই এমপি ‘আইসিইউতে’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট প্রাঙ্গণে বিভিন্ন দলের সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘আম্বেদকর তো ফ্যাশন’-এমন মন্তব্যের জেরে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার পার্লামেন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর হাতাহাতি হয় বিজেপি ও অন্যান্য দলের এমপিদের মধ্যে। এতে আহত দুজন আইসিইউতে বলে জানা যায়।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বলছে, ঘটনার সূত্রপাত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের জেরে। অমিত শাহ গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার বলেন, ‘এখন আমবেদকর, আমবেদকর, আমবেদকর...’ বলা ফ্যাশনে পরিণত হয়েছে। যদি তারা (বিরোধী দল) এতবার ভগবানের নাম নিত, তাহলে স্বর্গে জায়গা পেত।’

এই মন্তব্যে বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া জানায়। কংগ্রেস ও সমাজবাদী পার্টি এর প্রতিবাদে নেতৃত্ব দেয় এবং অমিত শাহের ক্ষমা চাওয়া ও পদত্যাগের দাবি তোলে। গত বুধবারও এই মন্তব্যের জেরে হট্টগোল হয়।

এ নিয়ে বৃহস্পতিবার বিরোধী দলের এমপিদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের হাতাহাতি হয়। এ সময় বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন বলে দাবি করছে দলটি। তাদের নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন দুজন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আমবেদকারকে অবমাননার অভিযোগের পর পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান এনডিএর সংসদ সদস্যরা। এতে প্রতাপ সারঙ্গি নামের এমপিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। রাহুল গান্ধী এ অভিযোগ অস্বীকার করেছেন। এই হাতাহাতির সময় আহত হন মুকেশ রাজপুতও।

বৃহস্পতিবারের ঘটনায় এরই মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করে মামলা দায়ের করেছে বিজেপি ও কংগ্রেস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬