আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ বেশ কয়েকটি দেশের মোট ২৭৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। যারা রাশিয়ার যুদ্ধ পরিচালনা করতে প্রয়োজনীয় উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে দেশটির ট্রেজারি বিভাগ থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এই পদক্ষেপে ব্যক্তি থেকে শুরু করে ১৭টি অঞ্চলে বিস্তৃত নিষেধাজ্ঞা এড়ানোর নেটওয়ার্ক অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে ভারত, চীন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং তুরস্কের মতো দেশও রয়েছে। বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়ানোর নেটওয়ার্ক ব্যাহত করার পাশাপাশি এই পদক্ষেপের লক্ষ্য রাশিয়ার সামরিক শিল্পের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহকারী স্থানীয় রুশ আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠান।
ট্রেজারি বিভাগের ডেপুটি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো বলেন, ‘আমাদের মিত্রদের সঙ্গে একত্রে আমরা রাশিয়ার অবৈধ ও অনৈতিক যুদ্ধে প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ বন্ধ করতে বিশ্বব্যাপী দৃঢ় পদক্ষেপ অব্যাহত রাখব।’
তিনি আরও বলেন, ‘আজকের পদক্ষেপের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, রাশিয়ার যুদ্ধ মেশিনকে দুর্বল ও সীমিত করার প্রতি আমাদের দৃঢ় সংকল্প রয়েছে এবং যারা আমাদের নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণকে ফাঁকি দিয়ে রাশিয়াকে সহায়তা করতে চায় তাদেরকে থামাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
গত ৩০ অক্টোবর বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। সেখানে আরও বলা হয়, চীনের কয়েকটি কোম্পানি যারা রাশিয়ার সামরিক শিল্পের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া বেলারুশের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যারা লুকাশেঙ্কো প্রশাসনের মাধ্যমে রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে সমর্থন দিচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available