নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনে চলমান ইসরাইলি গণহত্যার প্রতিবাদে আজ ১২ এপ্রিল শনিবার আয়োজন করা হয়েছে ‘মার্চ ফর গাজা’। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এ কর্মসূচি আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।
নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম বলে জানান আয়োজকরা৷ তাদের দাবি, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে৷
দুপুর ২টার দিকে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হয়ে প্রতিবাদ র্যালি আসবে সোহরাওয়ার্দী উদ্যানে। র্যালি পরবর্তী সভায় একই মঞ্চে দেখা যাবে দেশের রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দের।
এরইমধ্যে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সভাস্থলে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা।
কর্মসূচি সফল করতে এরইমধ্যে নানা নির্দেশনা দেয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। গতকাল শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরিদর্শন করেন সোহরাওয়ার্দী উদ্যানের সভাস্থল৷
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available