মো. ওমর ফারুক খোন্দকার, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপের অষ্টম জাতীয় প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়ী পিপিএম-পিএনসি জোট প্রার্থী ড. মোহাম্মদ মুইজ ও ভাইস প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ লতিফের সাথে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর দেড়টায় প্রসিডেন্ট ড. মোহাম্মদ মুইজের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় হাইকমিশনার, বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রেরিত অভিনন্দনপত্র হস্তান্তর করেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুইজের কাছে।
সাক্ষাৎকারে ড. মোহাম্মদ মুইজ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ ও ভাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
এছাড়াও নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুইজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য হাইকমিশনার অনুরোধ জানান। সাক্ষাৎকালে মিশনের কাউন্সেলর মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available