নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের বিরূদ্ধে মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।
মামলার এজাহার সূত্রানুযায়ী জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র-জনতাকে রূখতে মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শটগান, বন্দুক-পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে।
ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও নিরীহ শান্তিকামী জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল।
রাসেল সেতুর কাছাকাছি আসামাত্রই মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের ওপর শর্টগান ও পিস্তল দিয়ে গুলিবর্ষণ করা হয়। বোমার বিস্ফরণ ঘটানো হয়। বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইট-পাটকেল। এতে অসংখ্য আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পংগুত্ব বরণ করেছেন। অনেকে এখনও চিকিৎসাধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available