রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রবার্ট ত্রিপুরা, আদোমং মারমা, চন্দ্রঘোনা থানার ওসির প্রতিনিধি এস আই আমিনুর রহমানসহ অনেকে।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংগঠিত অপরাধ পর্যালোচনা, সন্ত্রাস ও নাশকতা সংক্রান্ত পর্যালোচনা, চোরাচালান নিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও ইভটিজিং, সড়ক যোগাযোগসহ বিভিন্ন বিষয় সিন্ধান্ত গ্রহণ করা হয়।
পরে রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়। এতে বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available