বগুড়া প্রতিনিধি: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারও উস্কানিতে সাড়া না দেয়ার আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন। এ আন্দোলনে আবু সাঈদরা দেশকে পাল্টে দিয়েছে।
১৯ আগস্ট সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যর আয়োজনে শহিদ মুগ্ধ স্কয়ারে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
নাগরিক ঐক্যে শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যর সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ কাওছার। নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা পরিষদের সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশা আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যর কেন্দ্রীয় নেতা আবু তালেব দেওয়ান, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যর যুগ্ম আহ্বায়ক এনামুল হক, কার্যকারী সদস্য সাইদুর রহমান সাগর, সৈকত আমিন বিদ্যুৎ, সাদ্দাম হোসেন, রফিকুল ইসলামসহ নাগরিক ঐক্যর আমন্ত্রিত অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- যুব নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি অমিত হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নাগরিক ঐক্য নেতা আবুল কালাম, আব্দুল আলিম, আজাদুল ইসলাম, মাহবুব মোর্শেদ হিরা, আলিফ হোসেন, লুৎফর, হারুন, জাহিদুল ইসলাম, শাহিনুর মাস্টার, আব্দুর রাজ্জাক, সুজা, জহুরুল ইসলামসহ উপজেলার সর্বস্তরের নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে শিবগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ রনি প্রাং ও শিক্ষক সেলিম রেজার পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না। তিনি শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকার জন্য উপস্থিত সকলকে আহবান জানান এবং শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক কথা বলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available